ক্রীড়া প্রতিবেদক
নেপালে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা করলো সাবিনারা। শ্রীলংকার পর নেপাল। অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের দুই দু’টি জয়। প্রতিপক্ষ একই। মালদ্বীপ। শ্রীলংকায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে আজ সেমিফাইনালে গেছে বাংলাদেশ দল। অন্যদিকে নেপালের কাঠমান্ডুতে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ।
অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে ভালো শুরু করলো বাংলাদেশ। তিন গোলের সবকটিই হয়েছে প্রথমার্ধে। আর আট মিনিটের মধ্যেই হয়েছে তিন গোল। দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে কোন সুযোগই দেয়নি বাংলাদেশ। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা ৩২ মিনিটের। সাবিনা খাতুনের গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৩৪ মিনিটে স্কোরলাইন ২-০ হয়। গোল করেন মাসুরা পারভীন।
৪০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন সাবিনা খাতুন। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে চেষ্টা করলেও ব্যবধান আর বড় করতে পারেনি সাবিনা, মারিয়া মান্ডারা। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে। একই গ্রুপে দিনের প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে।