ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে আগামীকাল নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানাতে বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ক’দিন আগেই ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভারতের সাথে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টেও একই ফিকশ্চার এবং অংশগ্রহণকারী চারটি দলও একই স্বাগতিক নেপাল, বাংলাদেশ , ভারত ও ভুটান।
২ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের সাথে। নেপালকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। আর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য বলছেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা তার কিরণ ও বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস।
হেড কোচ সাইফুল বারী টিটু বলছেন মেয়েদের উজ্জীবিত করতে সিনিয়র দলের অধিনায়ক সাবিনা খাতুন কথা বলেছেন নেপালগামী মেয়েদের সাথে। আর মেয়েদের উৎসাহ দিতে টিম ম্যানেজম্যান্ট থেকেও সব চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। ১ মার্চ শুরু টুর্নামেন্টে প্রতিটি দলই একে অন্যের সাথে খেলবে। সেরা দুই দল ১০ মার্চ ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।