ক্রীড়া প্রতিবেদক
আগামী ১৫-২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে আজ থেকে অ-১৭ জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। বাফুফের এলিট একাডেমির হেড কোচ গোলাম রব্বানী ছোটন এই দলের দায়িত্বে।
প্রবাসী ফুটবলারদের ট্রায়াল হওয়ার কিছুদিন পর বাফুফে স্থানীয় ফুটবলারদেরও বয়সভিত্তিক দলের জন্য ট্রায়াল নিয়েছিল। তিন দিন ব্যাপী সেই ট্রায়ালেও শতাধিক ফুটবলার এসেছিলেন। সেখান থেকে ১৬ জন এই ক্যাম্পে আছেন।
সাফ অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কার গ্রুপে। এই গ্রুপের অন্য দল নেপাল। তিন দলের মধ্যে শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। সাফ অ-১৭ টুর্নামেন্টের পর এএফসি অ-১৭ বাছাইয়েরও আসর রয়েছে।