ক্রীড়া প্রতিবেদক
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন মালয়েশিয়ায়। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকান্ডে বহু হতাহতের ঘটনা ছুয়ে গেছে পুরো বাংলাদেশ দলকে। বিদেশে অবস্থান করলেও সীতাকুণ্ড ট্র্যাজেডীতে গভীর মর্মাহত তারা। মালয়েশিয়ায় অনুশীলন শুরুর আগে সব ফুটবলার, কোচিং স্টাফসহ দলের সবাই সীতাকুণ্ডে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের আত্নার মাগফেরতা কামনা করেন ও আহতদের দ্রুত সুস্থতা কামন করে দোয়া করেন।
ইনজুরির কারণে এবার বাংলাদেশ দলের সঙ্গী হতে পারেন নি বেশ কয়েকজন গুরত্বপূর্ণ ফুটবলার। তাই নতুনদের উপর আস্থা রাখতে হচ্ছে হেড কোচ হ্যাভিয়ের কেবরেরাকে। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলছেন বর্তমান দলে যারা আছে সবারই এক জনের উপর আরেকজনের আস্থা আছে। তাই ভালো কিছুর প্রত্যাশা করছেন।
এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ই গ্রুপে। ৮ জুন প্রথম ম্যাচে জামালদের প্রতিপক্ষ বাহরাইন। এরপর ১১ জুন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। আর ১৪ জুন গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া।