সুরমা জোনের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু সিলেটের

ক্রীড়া প্রতিবেদক

‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের সুরমা জোনের খেলা আজ সিলেটে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দারুণ জয় পেয়েছে স্বাগতিক সিলেট পুরুষ দল। অন্যদিকে, নারী বিভাগে একপেশে ম্যাচে বড় জয় তুলে নিয়েছে হবিগঞ্জ।

সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ বিভাগের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট তাদের প্রতিপক্ষ ফেনী জেলাকে বিশাল ব্যবধানে হারিয়েছে। খেলার ফল ছিল ৬৫-২২। সিলেটের দাপুটে পারফরম্যান্সের সামনে ফেনীর খেলোয়াড়রা কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

অন্যদিকে, নারী বিভাগের উদ্বোধনী ম্যাচে সুনামগঞ্জকে ৭২-৩ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে হবিগঞ্জ। পুরো ম্যাচজুড়েই হবিগঞ্জের সামনে দাঁড়াতে পারেনি সুনামগঞ্জ।

সুরমা জোনের এই খেলায় পুরুষ বিভাগে মোট ছয়টি এবং নারী বিভাগে পাঁচটি দল অংশ নিয়েছে। সিলেট বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন, সিলেটের জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এমরান আহমেদ চৌধুরী।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন সারাদেশকে মোট আটটি জোনে ভাগ করে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। সুরমা জোনের আগে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও রুপসা জোনের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিটি জোন থেকে বিজয়ী দলগুলো আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। সেখান থেকে চারটি সেমিফাইনালিস্ট দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.