৩৫ ওভারে শেষ প্রথম দিনের খেলা

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টি ও আলো স্বল্পতার কারনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হলো। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করেছে বাংলাদেশ। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৯৬৪ সালের পর কানপুরের এই ভেন্যুতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নিলো কোন দল।

নবম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন ভারতের পেসার আকাশ দীপ। অফ স্টাম্পের বাইরে আকাশের তৃতীয় ডেলিভারিটি খেলতে গিয়ে গালিতে জয়সওয়ালকে ক্যাচ দেন জাকির। ২৪ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। জাকিরের পর সাদমানকেও ফেরান আকাশ। ৪টি চারে ২৪ রান করা সাদমানকে লেগ বিফোর আউট করেন এই ডান-হাতি পেসার।২৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর দলের হাল ধরেন মোমিনুল ও অধিনায়ক শান্ত।

মধ্যাহ্ন-বিরতি থেকে ফেরার পর তৃতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোর আউট হন শান্ত। ৬টি বাউন্ডারিতে ৫৭ বলে ৩১ রান করেন টাইগার দলনেতা। দলীয় ৮০ রানে শান্তর বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করেন মোমিনুল ও মুশফিকুর রহিম। ৩৪তম ওভারে দলের রান ১শতে নেন দু’জনে। ৩৫তম ওভারের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরবর্তীতে বৃষ্টির সাথে চারপাশ অন্ধকার হয়ে যাওয়ায় প্রথম দিনের খেলার সমাপ্তি টানেন ম্যাচ অফিসিয়ালরা।৭টি চারে মোমিনুল ৪০ এবং ১টি বাউন্ডারিতে মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.