ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপে অনেকটা কাকতালীয়ভাবে দুই ম্যাচের স্কোরলাইন ছিল ৬-০। মোহামেডান ৬-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। একই ব্যবধানে রহমতগঞ্জ জয় পেয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডানের ৬ গোল করেছেন ৬ জনে। ১১ মিনিটে মোজাফফরের গোলে লিড নেয় মোহামেডান। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। ২-০ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল করেন বর্তমান রানার্সআপ দলটি। দ্বিতীয়ার্ধের চার গোল করেছেন ৫৩ মিনিটে আরিফ হোসেন, ৬৯ মিনিটে রাজু আহমেদ, ৭৮ মিনিটে সৌরভ দেওয়ান ও ৮১ মিনিটে জুয়েল রানা। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মোহামেডান। মোহামেডানের শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ আবাহনী ও ইয়ংমেন্স ক্লাব।
আরেক ম্যাচে ময়মনসিংহে গোল উৎসব করেছে রহমতগঞ্জ। ১২ মিনিটে গোলের সূচনা করেন অপি। বিরতির আগে নবীব নেওয়াজ জীবন গোল করলে ২-০ বিরতি নিয়ে ড্রেসিংরুমে যায় দুই দল। ৫৬ ও ৭৫ মিনিটে জীবন দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। স্যামুয়েল এবং তোহা একটি করে গোল করলে স্কোরলাইন ৬-০ দাঁড়ায়।