ক্রীড়া প্রতিবেদক
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে দেশের ৬৪ জেলাকে সম্পৃক্ত করে আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। বাফুফে ভবনে আজ এই টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ফিকশ্চার প্রকাশ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ ৫ কোটি করে মোট ১০ কোটি টাকা দিচ্ছে। ৩০ আগস্ট মুন্সিগঞ্জে স্বাগতিক মুন্সিগঞ্জ ও মাদারীপুরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে জাতীয় চ্যাম্পিয়নশিপের। খেলা হবে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে। টুর্নামেন্ট আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।
জাতীয় চ্যাম্পিয়নশিপের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। তিনি জানান এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল থেকে ফুটবলার বাছাই করা হবে। টুর্নামেন্টের যে ডিজাইন করা হয়েছে তাতে সারা বাংলাদেশেই এর ব্যাপক সাড়া পড়বে বলে আশা করছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। ২৪ অথবা ২৫ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। আর ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির প্রেসিডেন্ট।