ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা আবিষ্কার সাগরিকা। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা দুটি পুরস্কারই জিতেছে সাগরিকা। সাফ অনূর্ধ্ব ১৯ এ দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সবাই এখন তাকে চিনে এটাই বলছেন সাগরিকা।
সাগরিকা সহ বাংলাদেশ দলের যে পুরস্কার গত ৮ ফেব্রুয়ারি পাওয়ার কথা ছিল সেই পুরস্কার আজ ১৮ই ফেব্রুয়ারি মেয়েদের হাতে উঠলো। ৮ ফেব্রুয়ারি সাফের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাই ব্রেকারেও ১১-১১ গোলে অমীমাংসিত থাকলে টসের মাধ্যমে ভারতকে বিজয়ী ঘোষণা করেন রেফারি। পরে বাংলাদেশের প্রতিবাদের মুখে পেনাল্টি শুট আউট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলেও ভারত তা না মেনে মাঠ ছেড়ে চলে যায়। বাংলাদেশ দল মাঠে অপেক্ষা করলেও ভারত আর মাঠে আসেনি। নিয়ম অনুযায়ী বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হলও পরে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ভারতকে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ফুটবলারদের মেডেলও প্রদান করা হয়। পরে সাফ থেকে আর একটি ট্রফি বানানো হয় বাংলাদেশ দলের জন্য। সেই চ্যাম্পিয়ন ট্রফি ও ফুটবলারদের মেডেল প্রদান করা হয় আজ ফুটবল ফেডারেশনে।