আইজিপি কাপ কাবাডিতে বালক বিভাগে মৌলভীবাজার ও বালিকা বিভাগে ঝিনাইদহ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা। পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মৌলভীবাজার ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম জেলা দলকে হারিয়েছে। ম্যাচের শুরু থেকেই লিড পায় মৌলভীবাজার। দলটি ১০-৭ পয়েন্টের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে। বিরতির পরও লিড অব্যাহত রাখে মৌলভীবাজার।

নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ জেলা। শিরোপা নির্ধারনী ম্যাচে দলটি হট ফেভারিট নড়াইলকে ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত নৈপুন্য দেখায় ঝিনাইদহ জেলা। শেষ পর্যন্ত দারুণ ধারাবাহিকতা দেখায় দলটি। প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল ঝিনাইদহ।

ছেলেদের বিভাগে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন চট্টগ্রামের ওজুয়ান মারমা ও নারী বিভাগে আঞ্জুমান আরা রাত্রি । ছেলেদের বিভাগে সেরা রেইডার মৌলভীবাজারের মো. যুবায়ের। মেয়েদের বিভাগে সেরা রেইডার নড়াইলের ছন্দা। ছেলেদের বিভাগে সেরা ডিফেন্ডার মৌলভীবাজারের তাজউদ্দিন। নারী বিভাগে ঝিনাইদহের সুমাইয়া সেরা ডিফেন্ডার হয়েছেন। আঞ্জুমান আরা রাত্রি ফাইনালের সেরা খেলোয়াড়, সেমিফাইনালেও ম্যাচ সেরা হয়েছেন তিনি। ছেলেদের বিভাগে ম্যাচ সেরা হয়েছেন মৌলভী বাজারের তাজ আহমেদ।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি নওফেল, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব নেওয়াজ সোহাগ।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.