আগামী অর্থবছরে হকির জন্য বাজেট বাড়াচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া প্রতিবেদক

১১ টি দলের অংশগ্রহণে আজ থেকে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্ট। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান সহ ফেডারেশনের এর অন্যান্য কর্মকর্তারা। হকির উন্নয়নে আগামী অর্থবছর থেকে বাজেট বাড়ানোর কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী।

আর্থিক বাধা যেখানে সমস্যা সেখানে ফেডারেশনকে দুশ্চিন্তা মুক্ত করছে ব্রাক ব্যাংক। মেয়েদের হকিরে পাশে থাকার কথা জানিয়েছেন স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহীন ইকবাল।

মেয়েদের এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে আবাসন সমস্যা অনেক ভুগিয়েছে বলছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.