ক্রীড়া প্রতিবেদক
ক্যামেরুনে রাজধানী ইয়াউন্দের ওলেম্বে স্টেডিয়ামে আফ্রিকান নেশন্স কাপে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত সোমবার ম্যাচ শুরু আগে স্টেডিয়ামে ভিড়ের মধ্যে চাপা পড়ে আটজন প্রাণ হারান। আহত হয় ৩৮ জন।
ক্যামেরুনে ওলেম্বে স্টেডিয়ামে খেলা শুরুর আগে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্যামেরুনের ফুটবল দর্শকদের মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।