ইউরোর বেলজিয়াম দল থেকে বাদ পড়লেন কোর্তোয়া

ক্রীড়া প্রতিবেদক

বেলজিয়ামের ইউরো স্কোয়াডে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়ার। প্রায় পুরো মৌসুম ইনজুরির কারনে মাঠে না থাকায় ফিটনেস ঘাটটিতে তাকে ইউরো থেকে বাদ দেয়া হয়েছে।

৩২ বছর বয়সী কোর্তোয়া গত বছর আগস্টে বাম হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে আক্রান্ত হন। এরপর মার্চে আবার মেনিসকাস ইনজুরিতে পড়েন। যে কারনে এ মাসের আগে আর মাঠে নামতে পারেননি চেলসির সাবেক এই গোলরক্ষক। লা লিগায় মৌসুমের শেষ পাঁচটি ম্যাচের চারটিতে তিনি রিয়ালের মূল দলে খেলেছেন।

বেলজিয়ামের কোচ ডোমেনিকো টেডেসকো বলেছেন, ‘সে আমার সাথে খুবই সৎ ছিল। সে তার ইনজুরি সম্পর্কে জানে। এভাবে হয়তো তিন থেকে চার ম্যাচ খেলা যায়, কিন্তু ইউরোতে বিষয়টি সত্যিই কঠিন। ইউরোর জন্য কোর্তোয়া মোটেই প্রস্তুত নন। সে কারনে আমাদের হাতে যারা রয়েছেন তাদের নিয়েই মাঠে নামতে হবে।’

ইউরোতে গ্রুপ-ই’তে বেলজিয়ামের প্রতিপক্ষ স্লোভাকিয়া , রোমানিয়া ও ইউক্রেন। ইউরোকে সামনে রেখে আগামী ৫ জুন মন্টেনেগ্রো ও ৮ জুন লুক্সেমবার্গের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানী।

স্কোয়াড :

গোলরক্ষক : কোয়েন কাস্তিলস, থমাস কামিনিস্কি, ম্যাটজ সেলেস

ডিফেন্ডার : টিমোথি কাস্তাগনে, ম্যাক্সিম ডি কুইপার, জেনো ডেবাস্ট, ওট ফায়েস, থমান মুনিয়ার, আর্থার থিয়াটে, ইয়ান ভারটোনগেন, এ্যাক্সেল উইটসেল

মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনা, ওরেল মানগালা, আমাডু ওনানা, ইউরি টিয়েলেমানস, আর্থার ভারমারেন, আস্টার ভ্রানকক্স

ফরোয়ার্ড : ইয়োহান বাকাইয়োকো, ইয়ানিক কারাসকো, চার্লস ডি কেটেলেয়ার, জেরেমি ডকু, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, লোয়িস ওপেন্ডা, লিয়ান্ড্রা ট্রোসার্ড।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.