ক্রীড়া প্রতিবেদক
ইসলামিক সলিডারিটি গেমসে পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। আর্চারির কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে বাংলাদেশ ফাইনালে উঠেছে। ১৭ আগস্ট ফাইনালে তুরস্কের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়েছেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান।
তুরস্কের কোনিয়ায় আজ কম্পাউন্ড নারী ইভেন্টে বাংলাদেশ ও তুরস্ক ছাড়া বাকি কোনো দেশের তিনজন আর্চার ছিল না। তাই কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে শুধু বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বর্ণের লড়াই হবে। এ কারণে একটি পদক নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
রিকার্ভ পুরুষ এককে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০-এর মধ্যে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৪৫ স্কোর করে দশম, রোমান সানা ৬৪৪ স্কোর করে ১১তম এবং সাগর ইসলাম ৬২৯ স্কোর করে ১৬তম স্থান অর্জন করেন।
রিকার্ভ পুরুষ এককের নক আউট রাউন্ডের খেলায় মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও মো. রোমান সানা বাই পেয়ে এবং সাগর ইসলাম ৬-০ সেটে সুদানের রাশাদ খালিদকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ ১৯১৮ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করে। এই ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলছেন রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম।