ক্রীড়া প্রতিবেদক
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটিকে ওমেন্স ফুটবল ডে হিসেবে পালন করে থাকে এশিয়ান ফুটবল কনফেডারেশন-এএফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এএফসির ব্যবস্থাপনায় প্রতিবারের মতো এবারও দিনটিকে উদযাপন করেছে।
মতিঝিলে বাফুফে ভবন সংলগ্ন আর্র্টিফিশিয়াল টার্ফে প্রায় দু’শ মেয়ে জড়ো হয়েছিল এএফসি ওমেন্স ফুটবল ডে উদযাপনে। বাংলাদেশ জাতীয় ও বয়সভিত্তিক ফুটবল দল, বিকেএসপির নারী ফুটবল দলসহ বিভিন্ন একাডেমির ফুটবলাররা অংশ নেয় ফুটবল ম্যাচে। নারী দিবসে সুন্দর একটা সময় কাটাতে পেরে দারুণ খুশী ছিল মেয়েরা। এএফসি ওমেন্স ফুটবল ডে’তে অংশ নেয়া প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি, ফিফা-এএফসি কাউন্সিল মেম্বার, বাফুফে নির্বাহী সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, বিজন বড়ুয়া, নুরুল ইসলাম নুরু, আমের খান, বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, কমিটি ফর ওমেন্স ফুটবলের সদস্য আয়শা জামান খুকী, বাফুফে’র টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হ্যাভিয়ের কাবরেরা সহ কোচিং স্টাফের অন্য সদস্যরা।