ক্রীড়া প্রতিবেদক
এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ কাল দ্বিতীয় ম্যাচ খেলবে। প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। মালয়েশিয়ার বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায়। পরাজয় দিয়ে বাছাইপর্ব শুরু করেছে জামাল ভূইয়ারা। গত বুধবার বাহরাইনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
বাহরাইনের মতো তুর্কমেনিস্তানও র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে বাহরাইন ৯৯ ধাপ এগিয়ে থাকলেও তুর্কমেনিস্তান বাংলাদেশের চেয়ে ৫৪ ধাপ এগিয়ে। তুর্কমেনিস্তান অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশের জন্য আত্নবিশ্বাসের জায়গা হতে পারে মালয়েশিয়া। মালয়েশিয়া তুর্কমেনিস্তানের চেয়ে র্যাংকিংয়ে ২০ ধাপ পিছিয়ে থাকলেও আগের ম্যাচে তুর্কমেনিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
বাংলাদেশের কোচ হ্যাভিয়ে কেবরেরা জানিয়েছেন জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। তবে প্রধান কাজ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলা। আর অধিনায়ক জামাল ভুইয়া জানিয়েছেন তুর্কমেনিস্তান মোকাবেলায় দলের সবাই প্রস্তুত আছে।