এন্টিগা টেস্টে ৪১০ রানে পিছিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এন্টিগা টেস্টে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেটে ৪৫০ রান তুলে। ২০১৪ সালের পর ঘরের মাঠে ক্যারিবীয়দের এটিই সর্বোচ্চ ইনিংস। জাস্টিন গ্রিভস ও কেমার রোচের রেকর্ড অষ্টম উইকেট জুটিই মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ১৪০ রান এসেছে তাঁদের জুটিতে। রোচ ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করে হাসান মাহমুদের তৃতীয় শিকার হলেও তিন টেস্টের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর ১১৫ রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরেন জাস্টিন গ্রিভস।

এরপর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারকেই হারিয়েছে বাংলাদেশ। সিলসের ওভারে জাকির হাসানের ব্যাট থেকে বল যায় স্টাম্পে। ৩৪ বলে ১৫ রান করেন তিনি। ৩৩ বলে ৫ রান করে দ্বিতীয় স্লিপে অ্যালিক অ্যাথানেজের হাতে ক্যাচ দেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়।

১ রানের ব্যবধানে ২ ওপেনারকে হারানোর পর শাহাদাত-মুমিনুল জুটির পথচলা শুরু হয়। তৃতীয় উইকেটের জুটিতে দুজন যোগ করেন ১৯ রান। ৪১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। শাহাদাত ১০ ও মুমিনুল ৭ রানে অপরাজিত আছেন। উইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেন আলঝারি জোসেফ-সিলস।

এর আগে দ্বিতীয় দিন শুরুতে স্বাগতিক শিবিরে দুই ধাক্কা দিয়েছেন হাসান মাহমুদ। জসুয়া ডি সিলভা ও আলজারি জোসেপকে আউট করেন এই পেসার। পরে কেমার রোচকে নিয়ে প্রথম সেশন শেষ করেছেন গ্রেভার্স। ওয়েস্ট ইন্ডিজ ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৬ রান করেছে। ক্রিজে থাকা জাস্টিন গ্রেভারর্স ৬৪ রান করেছেন। তার সঙ্গী কেমার রোচ ১৮ রান করে দলকে লাঞ্চের বিরতিতে নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার মাইকেল লুইস ২১৪ বলে ৯৭ রান করে আউট হন। আলিক আথানজে ৯০ রান করেন। কেভান হগের ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৩টি, অধিনায়ক মেহেদী মিরাজ ও তাসকিন ২টি করে এবং তাইজুল একটি উইকেট নেন।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.