ক্রীড়া প্রতিবেদক
জুনিয়র এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে স্বাগতিক ওমানকে শুটআউটে ৭-৬ গোলে হারিয়ে শিরোপা জেতে লাল সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় শুটআউটে।
ওমানের মাসকটের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ২ মিনিটে গোল করে এগিয়ে যায় ওমান। ম্যাচে ফিরতে জোর চেষ্টা চালালেও বাংলাদেশ সফল হয় শেষ কোয়ার্টারে। ৫৩ মিনিটে হাসানের গোলে সমতা আনে বাংলাদেশ।
এরপর ম্যাচ গড়ায় শুট আউটে। সেখানেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম পাঁচ শুটআউটে ৩-৩ গোলে সমতা ছিল। এরপর সাডেন ডেথে গিয়ে বাজিমাত করে বাংলাদেশ। প্রথম তিনটি শুটআউটে দু’দলই গোল করে। কিন্তু চতুর্থ শুটআউটে ওমান মিস করলেও জয়ের গোলে বাংলাদেশ শিরোপা জেতে। ২০১৪ সালের পর দ্বিতীয়বার জুনিয়র এএইচ কাপ হকির শিরোপা জিতলো বাংলাদেশ।