ওয়াটারপোলো প্রতিযোগিতায় সেনাবাহিনী ও কুষ্টিয়া জেলা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব উপলক্ষে ওয়াটার পোলো প্রতিযোগিতায় সার্ভিসেস টীম ক্যাটাগরিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে কুষ্টিয়া জেলা চ্যাম্পিয়ন হয়েছে। দুই দিনব্যাপী প্রতিযোগিতার আজ শেষ দিনে ওয়াটার পোলো ছাড়াও ডাইভিং এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ সকালে অনুষ্ঠিত ওয়াটার পোলোর ফাইনাল ম্যাচে সার্ভিসেস টীম ক্যাটাগরিতে সেনাবাহিনী ৮-৩ গোলে হারিয়েছে নৌবাহিনীকে। সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর মোঃ রাশেদুল। আর ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরির ফাইনালে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে হারিয়েছে কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাবকে। চ্যাম্পিয়ন দলের ফরিদুল ইসলাম হয়েছেন সেরা খেলোয়াড়। ডাইভিং প্রতিযোগিতায় দুইটি স্বর্ণ ও তিনটি রৌপ্য জিতে প্রথম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। একটি স্বর্ণ জিতে বিকেএসপি হয়েছে দ্বিতীয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি ও স্পন্সর প্রতিষ্ঠান মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান (মিয়া ভাই)। আরও উপস্থিত ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম খান ও সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।

ওয়াটার পোলোতে বাংলাদেশের কোন জাতীয় দল নেই। তাই শক্তিশালী একটি জাতীয় দল করার কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় দল গঠন করা হবে। বিদেশি কোচের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা করে ওয়াটার পোলো দলকে দেশের বাইরে টুর্নামেন্ট খেলতে পাঠানোর কথা জানিয়েছেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক।

সুইমিংয়ে সারা বছর ক্যাম্প চালু করার জন্য স্পন্সর খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান শাহীন। জুনিয়র লেভেল থেকে ক্যাম্প শুরু করতে ফেডারেশন সম্মত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করার সিদ্ধান্তও হয়েছে বলে জানিয়েছে মাহবুবুর রহমান শাহীন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.