ক্রীড়া প্রতিবেদক
সৌদি কিংস কাপের ফাইনালে পেনাল্টিতে আল হিলালের কাছে পরাজয়ের মধ্য দিয়ে কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করলো আল নাসর। আর তাই ফাইনাল শেষে আল নাসর’র পর্তুগীজ সুপারস্টারকে মাঠের মধ্যেই কাঁদতে দেখা গেছে। রোনাল্ডোর এই আবেগ ফাইনালকে ছাপিয়ে ছড়িয়ে পড়েছিল সমর্থকদের মধ্যেও। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয়ে আল হিলাল লিগ ও কাপ ডাবল পূর্ণ করেছে।
ম্যাচ শেষে পর্তুগীজ সুপারস্টারকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। এ সময় সতীর্থ ও কোচিং স্টাফরা এসে রোনাল্ডোকে সান্তনা দেবার চেষ্ট করেন। পাঁচ বারের ব্যালন ডি’অর দ্রুতই মাঠ ছেড়ে বেরিয়ে যান, সাইডলাইনেও তাকে বারবার আবেগতাড়িত হতে দেখা গেছে।
এই পরাজয়ের মধ্য দিয়ে রোনাল্ডো একটি হতাশাজনক মৌসুম শেষ করেছে। আল হিলালের থেকে ১৪ পয়েন্টের বড় ব্যবধানে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সৌদি পেশাদার লিগ শেষ করেছে আল নাসর। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে।