ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা ও ব্রাজিল। যে ম্যাচের জন্য অপেক্ষায় থাকে কোটি কোটি ফুটবল ভক্ত। তবে এবার আর মেসি ও নেইমার নয়। অর্থাৎ ম্যাচটা পুরুষদের নয়। এটা নারীদের ফুটবল। মেয়েদের কোপা আমেরিকায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। মেয়েদের এই কোপা আমেরিকা হচ্ছে কলম্বিয়াতে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টায় শুরু হবে এই ম্যাচ।
এবারের কোপা আমেরিকায় দু’দলেরই এটা প্রথম ম্যাচ। অর্থাৎ হাই ভোল্টেজ ম্যাচ দিয়েই শুরু হচ্ছে দু’দলের লড়াই। ব্রাজিল ও আর্জেন্টিনা খেলছে বি গ্রুপে। দশটি দল অংশ নিচ্ছে কোপা আমেরিকায়। প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল যাবে সেমিফাইনালে। ৩০ জুলাই হবে ফাইনাল ম্যাচ।
মেয়েদের কোপা আমেরিকা মানেই ব্রাজিল। কোপা আমেরিকাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে ব্রাজিলের মেয়েরা। এর আগে যে আটটি কোপা আমেরিকা হয়েছে তার সাতটিতেই চ্যাম্পিয়ন ব্রাজিল। বর্তমান চ্যাম্পিয়নও তারা। ব্রাজিল যে একবার কোপা আমেরিকার শিরোপা জিততে পারেনি সেটা আর্জেন্টিনার কারণে। ২০০৬ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। অর্থাৎ প্রতিটি কোপা আমেরিকার ফাইনালেই খেলেছে ব্রাজিল।
তাই এবারও হট ফেভারিট হিসেবেই শুরু করবে তারা। মেয়েদের ফিফা র্যাংকিংও সেটা বলছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার উপরে ব্রাজিল। আর সব মিলে বিশ্ব র্যাংকিংয়ে নয় নাম্বারে। আর আর্জেন্টিনা ৩৫তম স্থানে। তাই ব্রাজিলের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে আর্জেন্টিনাকে। দু’দল যেহেতু একই গ্রুপে পড়েছে তাই আবারও ফাইনালে দেখা হয়ে যেতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনার। এর আগে মেয়েদের কোপা আমেরিকার ফাইনালে চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তিনবার জিতেছে ব্রাজিল। একবার আর্জেন্টিনা। অর্থাৎ মেয়েদের কোপা আমেরিকার ইতিহাস বলছে সবচেয়ে সফল দল ব্রাজিল। তারপর আর্জেন্টিনা। ব্রাজিল সাতবার চ্যাম্পিয়ন আর একবার রানার্স আপ। আর আর্জেন্টিনা একবার চ্যাম্পিয়ন আর তিনবার রানার্স আপ।