ক্রীড়া প্রতিবেদক
গত ২২ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ ইয়থ মিনিস্টিরিয়াল টাস্ক ফোর্সের ৫ম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১১ সদস্যবিশিষ্ট কমনওয়েলথ ইয়থ মিনিস্টার্স টাস্কফোর্স কমিটি আগামী ৪ বছরের জন্য গঠন করা হয়। বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি’কে উক্ত টাস্কফোর্স কমিটিতে অন্যতম সদস্য হিসেবে মনোনিত করা হয়।
ক্রীড়া প্রতিমন্ত্রীর এই অর্জনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন,, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ,, বাফুফে সাধারণ সম্পাদকসহ সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।