ক্রীড়া প্রতিবেদক
ম্যানচেস্টার সিটি তাদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান আরও উজ্জ্বল করল ফিল ফোডেনের দুর্দান্ত পারফরম্যান্সে। ইংলিশ তারকার জোড়া গোল আর আর্লিং হালান্ডের এক গোলের সুবাদে সিটি ৪-১ ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে, শেষ হয়েছে জার্মান ক্লাবটির অপরাজিত থাকার ধারা।
ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই তারকা বাঁচালেন চেলসিকে। আজারবাইজানের কারাবাখের মাঠে রোমাঞ্চকর চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে লন্ডনে ফিরেছে ইংলিশ জায়ান্টরা। চার ম্যাচ শেষে দুই দলেরই সংগ্রহ ৭ পয়েন্ট। ফলে শেষ ষোলোয় জায়গা পাওয়ার লড়াই এখনো খোলা রয়ে গেছে।
ছয় গোলের থ্রিলারে তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে ৩-৩ গোলের নাটকীয় ড্র করেছে কাতালানরা। এই ড্রয়ে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বার্সেলোনা অবস্থান করছে ১১তম স্থানে, আর চার পয়েন্ট নিয়ে ২২তম স্থানে ক্লাব ব্রুজ। তবে দুই দলই এখনো শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টিকে আছে।

