ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অধিনায়ক তপু বর্মণের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে তারা। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের আসর শুরু হয়েছে গত শুক্রবার। আজ (মঙ্গলবার) কুমিল্লা ও ময়মনসিংহ ভেন্যুতে দুই ম্যাচ দিয়ে শুরু হলো ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস জিতলেও ফর্টিজ ও পুলিশের ম্যাচ ড্র হয়েছে।
ম্যাচ শুরুর আগেই মাঠ নিয়ে আলোচনা ছিল। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ তেমন খেলার জন্য উপযুক্ত ছিল না। আগের দিনই ওঠানো হয়েছে ক্রিকেট পিচ। ফেডারেশন কাপে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই খেলেছে ব্রাদার্স। যদিও ৬৯ মিনিটে তপু বর্মণের একমাত্র গোলে কিংস জয় আদায় করে নেয়। এবারের ফেডারেশন কাপে দলের প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন জাতীয় দলের এই ডিফেন্ডার।
দিনের অন্য ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। সেই ম্যাচে ফর্টিজ এবং বাংলাদেশ পুলিশের কেউ গোল করতে পারেনি। দুই দলই এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।