ক্রীড়া প্রতিবেদক
জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু করেছে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ। ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী। অন্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ৩-১ গোলে জয় পেয়েছে ফর্টিস এফসির বিপক্ষে।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে ঢাকা আবাহনীকে। তারা এবার বিদেশি ছাড়া খেলছে। আবাহনীর গোল পেতে ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আবাহনীকে লম্বা সময় আটকে রেখেছিল ইয়ংম্যান্স। কামরুল ইসলামের পাসে বক্সে ঢুকে এনামুল গাজী গোলরক্ষককে পরাস্ত করে সমর্থকদের স্বস্তি এনে দেন (১-০)। আবাহনী ব্যবধান দ্বিগুণ করেছে পেনাল্টিতে৷ ৯৩ মিনিটে জাফর ইকবাল পেনাল্টি থেকে গোল করে আবাহনীর জয় নিশ্চিত করেন।
একই দিনে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ৫৯ মিনিটে ওশির গোলে লিড নেয় পুরনো ঢাকার দলটি। ৬৭ মিনিটে তাজ ও ৬৯ মিনিটে ফেলিক্স গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৭৪ মিনিটে মনজুরুর গোল করলে হারের ব্যবধান কমে ফর্টিসের। বিপিএলের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আগামী ৬ ডিসেম্বর (শুক্রবার)। এর আগে ৩ ডিসেম্বর ফেডারেশন কাপের উদ্বোধন।