ক্রীড়া প্রতিবেদক
পেসার শরিফুল ইসলামের হ্যাটট্রিকে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসর শুরু করলো দুর্দান্ত ঢাকা। আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঢাকা ৫ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। বিপিএল ইতিহাসে সপ্তম হ্যাটট্রিক বোলার হিসেবে এলিট ক্লাবে নাম লিখেছেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া শরিফুল।
শরিফুলের প্রথম হ্যাটট্রিকের ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেেট ১৪৩ রান করে কুমিল্লা। দলের পক্ষে ইমরুল কায়েস ৫৬ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন। জবাবে উদ্বোধনী জুটিতে দুই ওপেনার দানুষ্কা গুনাতিলকা ও মোহাম্মদ নাইমের ১০১ রানের জুটিতে ৩ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে ঢাকা। নাইম ৫২ রান করেন।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে। সিলেটের ১৭৮ রানের টার্গেটে চতুর্থ উইকেটে ৬৮ বলে ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শাহাদাত ও নাজিবুল্লাহ। শাহাদাত ৫৭ ও নাজিবুল্লাহ ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন।