টানা চার প্রিমিয়ার লীগ জিতে ম্যানচেস্টার সিটির ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক

আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের টানা তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কীর্তি আছে। গত মৌসুমে তাদের পাশে নাম তুলেছে ম্যানচেস্টার সিটিও। এবার লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ লিগের একমাত্র দল হিসেবে টানা চারটি লিগ শিরোপা জয়ের কীর্তি গড়েছে পেপ গার্দিওলার দল। লড়াই মৌসুমের শেষ দিনে গড়ালেও ম্যানসিটির সামনে টানা চতুর্থ লিগ জয়ের সমীকরণ সহজই ছিল। ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিলেই হতো। তবে সিটিজেনরা ড্র করলে বা হারলে এবং আর্সেনাল শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে জিতলে চ্যাম্পিয়ন হতো গানাররা।

সেই সুযোগ পেপ গার্দিওলার দল দেয়নি। শুরুতেই ম্যাচ কব্জা করে ফেলেন ফিল ফোডেন। তিনি ২ ও ১৮ মিনিটে গোল করেন। ৪২ মিনিটে মোহাম্মেদ কুদুস গোল করে ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করেন। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মিডফিল্ডার রদ্রি গোল করে দলকে শিরোপার পথে নিয়ে যান।

অন্য দিকে পথ হারিয়ে লিগের শীর্ষস্থান হারানো আর্সেনাল শেষ ম্যাচেও পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল। ম্যাচের শেষ সময়ে কাই হাভার্টেজ গোল করে গানারদের ২-১ গোলে জিতিয়েছেন। এতে প্রিমিয়ার লিগে দুইয়ে মৌসুম শেষ করল গানাররা। গেল মৌসুমের মতো নিজেদের ভুলে হারাল শিরোপা। টেবিলে লম্বা সময় শীর্ষে থাকা লিভারপুল তিনে লিগ মৌসুম শেষ করেছে। শূন্য হাতে রেডসদের বিদায় জানিয়েছেন জার্গেন ক্লপ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.