দশ বছর পর ইংল্যান্ডকে হারালো শ্রীলংকা

ক্রীড়া প্রতিবেদক

ওপেনার পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে দীর্ঘ দশ বছর পর টেস্ট ফরম্যাটে ইংল্যান্ডকে হারালো শ্রীলংকা। দ্য ওভালে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শ্রীলংকা ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। নিশাঙ্কা অপরাজিত ১২৭ রান করেন। ২০১৪ সালের জুনে লিডসে সর্বশেষ ইংল্যান্ডকে হারিয়েছিলো লংকানরা। স্মরনীয় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশও এড়ালো শ্রীলংকা। প্রথম দুই টেস্ট জয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো ইংল্যান্ড।

দ্য ওভালে তৃতীয় দিন শেষে জয়ের সুবাতাস পাচ্ছিলো শ্রীলংকা। ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২১৯ রানের জবাবে দিন শেষে ১ উইকেটে ৯৪ রান করেছিলো লংকানরা। ৯ উইকেট হাতে নিয়ে আরও ১২৫ রান প্রয়োজন ছিলো সফরকারীদের। নিশাঙ্কা ৫৩ ও কুশল মেন্ডিস ৩০ রানে অপরাজিত ছিলেন।

সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ওভাল টেস্ট জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠলো শ্রীলংকা। ৭ টেস্টে ৪২.৮৬ শতাংশ পয়েন্ট আছে লংকানদের। ৪২.১৯ শংতাশ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে নেমে গেল ইংল্যান্ড। ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। টেবিলের প্রথম তিনটি স্থানে রয়েছে যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.