দিপু-ইমানের জোড়া সেঞ্চুরিতে বড় জয় প্রাইম ব্যাংকের। শাইনপুকুরের কাছে হারলো শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

দুই ওপেনার শাহাদাত দিপু ও পারভেজ হোসেন ইমনের জোড়া সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংক ১৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। দিনের আরেক ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেল শাইনপুকুর। প্রথম ম্যাচ জিতলেও, দ্বিতীয়টিতে হারতে হলো শেখ জামালকে।

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় প্রাইম ব্যাংক। ২১৮ বল খেলে উদ্বোধনী জুটিতে ২৪৬ রান তোলেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার দিপু ও ইমন। দু’জনই সেঞ্চুরি করেন। ৩৭তম ওভারে প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১০টি চার ও ৪টি ছক্কায় ১১১ বলে ১১৯ রান করেন দিপু। ৪৫তম ওভারে আউট হবার আগে ৯টি চার ও ৮টি ছক্কায় ১২৯ বলে ১৫১ রান করেন ইমন। দিপু-ইমন দু’জনই শিকার হন ব্রাদার্সের পেসার আবু জায়েদ রাহি।

শেষ দিকে শেখ মাহেদি হাসানের ক্যামিও ইনিংসের সুবাদে নির্ধারিত ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রানের পাহাড় গড়ে প্রাইম ব্যাংক। ১৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় অনবদ্য ৪৫ রান করেন মাহেদি। এ ম্যাচেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তামিম ইকবাল। প্রথম ম্যাচে ১৭ রানের পর আজ তিন নম্বরে নেমে ১৬ রান করেন তামিম। ব্রাদার্সের আবু জায়েদ ৭০ রানে ৩ উইকেট নেন।

জবাবে প্রাইম ব্যাংকের বোলারদের সামনে বড় ইনিংস খেলতে পারেনি ব্রাদার্সের ব্যাটাররা। ওপেনার আব্দুল মজিদের হাফ-সেঞ্চুরিতে ৪৯ ওভারে ৯ উইকেটে ২১৫ রান পর্যন্ত যেতে পারে ব্রাদার্স। মজিদ ৫৬ রান করেন। প্রাইম ব্যাংকের নাজমুল অপু-সানজামুল ইসলাম ৩টি করে উইকেট নেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠায় শাইনপুকুর। ওপেনার সৈকত আলি ও মিডল অর্ডারে অধিনায়ক নুরুল হাসান সোহানের হাফ-সেঞ্চুরির পরও বড় সংগ্রহ পায়নি শেখ জামাল। নির্ধারিত ৪৭ ওভারে ৭ উইকেটে ২৩৭ রানের মামুলি সংগ্রহ পায় শেখ জামাল। সৈকত ৫৬ ও সোহান ৭০ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৮০ রান করেন। শাইনপুকুরের জাওয়াদ রোয়েন ৩টি ও রবিউল হক ২ উইকেট নেন। জবাবে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে জয় নিয়ে মাঠ ছাড়ে শাইনপুকুর। ওপেনার খালিদ হাসান ৬৬, মার্শাল আইয়ুব ৫৭ ও অধিনায়ক আকবর আলি ৩টি করে চার-ছক্কায় ৫২ বলে অপরাজিত ৬২ রান করেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.