ক্রীড়া প্রতিবেদক
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই আজ অরুণাচলে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে জয় নিয়ে মাঠ ছাড়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশের যুবারা। কিন্তু মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকেও শেষে ২-২ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে।
গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরু থেকে দাপট দেখানোর ফল দ্রুতই পায় বাংলাদেশ। প্রতিপক্ষের ভুল পাস থেকে ১৩ মিনিটে বল পেয়ে দারুণ এক শটে বাংলাদেশকে আনন্দে ভাসান নাজমুল হুদা ফয়সাল। অধিনায়কের লিড এনে দেওয়া গোলের পর আরো বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ফিনিশিং ও মালদ্বীপের গোলরক্ষকের প্রতিরোধে গোল পাওয়া হচ্ছিল না যুবাদের।
বিরতিতে যাওয়া আগ মুহূর্তে অবশ্য দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। সতীর্থ মিঠু চৌধুরীর বাড়ানো ভলিতে হেডে বলকে জালে জড়ান রিফাত কাজী। তবে ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করতে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাংলাদেশ। মালদ্বীপের হয়ে শুরুতে ব্যবধান কমান আনুফ আব্দুল্লাহ।
৫৭ মিনিটে সতীর্থ ইব্রাহিম নাসিরের ক্রস থেকে বল জালে জড়ান তিনি। আর ৭৩ মিনিটে দলকে ১ পয়েন্ট এনে দেওয়ার কাজটা করেন ইব্রাহিম জাকি। তার গোলটিতে সহায়তা করেন অধিনায়ক আহজাম রশিদ। বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১১ মে ভুটানের বিপক্ষে।