ক্রীড়া প্রতিবেদক
ইতিহাস গড়া বাংলাদেশের মেয়েরা আবার ইতিহাস লিখলো নতুন করে। ২০২২ সালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতে ইতিহাস গড়েছিল সাবিনারা। এবার ২০২৪ সালে আবারো নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জিতে নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ায় আবারো নিজেদের অপ্রতিরোধ্য প্রমাণ করলো বাংলাদেশ দল।
হাজার হাজার স্বাগতিক দর্শকদের চিৎকারকে দুইবার স্তব্ধ করেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ নেপাল ফাইনাল ম্যাচকে ঘিরে কাঠমান্ডুর দশরথ রঙ্গোশালা ছিল কানায় কানায় পূর্ণ। শিরোপা ধরে রাখতে শুরু থেকেই দারুন আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ দলের সামনে সুযোগ আসলেও গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতি থেকে ফিরে বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। ৫২ মিনিটে গোল করেন মনিকা। তবে বাংলাদেশের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্রুতই ম্যাচে ফিরে নেপাল। ৫৬ মিনিটে আমিশা গোল করে ম্যাচ জমিয়ে তোলেন।
তবে ম্যাজিক বাকি ছিল ঋতুপর্ণা চাকমার। কঠিন এক অ্যাঙ্গেল থেকে তার বাঁ পায়ের বিশ্বস্ত শট জায়গা করে নেয় নেপালের জালে। ঋতুপর্ণার দর্শনীয় শটে শুনশান নীরবতা নেমে আসে দশরথ রঙ্গশালায়। এরপর নেপালকে ম্যাচে আর কোন সুযোগই দেয় নি বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আগামীকাল দুপুর সোয়া দুইটায় ঢাকায় আগমন করবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।