ক্রীড়া প্রতিবেদক
নেপালকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল ভারত। ভারত-পাকিস্তানের মতো এই ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পথে ছিল। শেষ পর্যন্ত ওভার কমিয়ে খেলা শেষ হয়েছে। প্রথমে ব্যাট করে নেপাল ২৩০ রানে অলআউট হয়।
এরপর বৃষ্টি আইনে ভারতের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। ২০ ওভার ১ বল খেলে কোন উইকেট না হারিয়েই ১৪৭ রান করে জয় তুলে নেয় ভারত। অধিনায়ক রোহিত শর্মা ৫৯ বলে ৭৪ ও শুভমান গিল ৬২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন।
পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওপেনার আসিফ শেখের হাফ-সেঞ্চুরি ও লোয়ার অর্ডার ব্যাটার সোমপাল কামির দায়িত্বশীল ইনিংসের সুবাদে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৮ দশমিক ২ ওভারে ২৩০ রানে অলআউট হয়েছে নেপাল। আসিফ সর্বোচ্চ ৫৮ রান করেন। আট নম্বরে নেমে ৪৮ রানের ইনিংস খেলেন কামি। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ও রবিন্দ্র জাদেজা নিয়েছেন ৩টি করে উইকেট।