মোঃ শফিকুল আলম, কাতার থেকে বিশ্বকাপ ফুটবলে অবশেষে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসলো ক্যামেরুন। বিশ্বকাপে টানা আট ম্যাচ হারের পর ড্র করলো আফ্রিকার অদম্য সিংহরা। সার্বিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা। সার্বিয়া ক্যামেরুন ম্যাচ মানেই গোলের ছড়াছড়ি। এর আগে দুই দল একবারই মুখোমুখি হয়েছিল ২০১০ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। ওই ম্যাচে হয়েছিল সাত গোল। ৪-৩ গোলে ম্যাচ জিতেছিল সার্বিয়া।
আজকের ম্যাচ ড্র হওয়ায় বিশ্বকাপে দুই দলের পয়েন্ট এখন এক করে। আগের ম্যাচে ক্যামেরুন ১-০ গোলে হেরেছিল সুইজারল্যান্ডের কাছে। আর ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল সার্বিয়া।আল জনৌব স্টেডিয়ামে আজ ম্যাচের শুরুতে দারুন দুটি গোলের সুযোগ পেয়েছিল সার্বিয়া। তাদের একটি শট গোল পোস্টে লেগে ফিরে আসে। আর অপরটিতে ফাঁকা পোস্ট পেয়েও বল জালে পাঠাতে পারেনি তারা।
অন্যদিকে ক্যামেরুন গোলের সুযোগ তৈরি করলেও সার্বিয়ার গোলরক্ষকের কারণে শেষ পর্যন্ত সফল হতে পারেনি। তবে ম্যাচে প্রথম এগিয়ে যায় ক্যামেরুন।২৯ মিনিটে ক্যাস্তেলেটর গোলে লিড নেয় তারা উল্লাসে মেতে উঠে তাদের ফুটবলারর। ৪৫ মিনিটের ম্যাচে সমতা আনে সার্বিয়া পাভলোভিচের গোলে। ব্যবধান বাড়াতে সময় নেয় নি তারা। অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় গোল। গোলে করেন সাভিচ। ৬৪ মিনিটে আবু বকরের গোলে ব্যবধান কমায় ক্যামেরন। ২মিনিটে পর চুপো মটিং এর গোলে ম্যাচে ফিরে আফ্রিকার অদম্য সিংহরা। ম্যাচের স্কোর লাইন তখন ৩-৩। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।