প্রথম ম্যাচের চেয়ে ভালো খেলে সিশেলসকে হারাতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১৯২তম আর সিশেলসের অবস্থান ১৯৯তম। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে এই সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ দল। ৪২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন তারিক কাজী।

আগামীকাল একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচ অনেক চ্যালেঞ্জিং ও কঠিন হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া। সিরিজে সমতা আনতে সিশেলস সর্বশক্তি প্রয়োগ করবে বলে মনে করেন তিনি। প্রথম ম্যাচের চেয়ে এই ম্যাচে আরও ভালো খেলার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইয়া।

জামালের সুরে কথা বলেছেন বাংলাদেশ দলের হেড কোচ হ্যাভিয়ের কেবরেরাও। সিশেলস খালি হাতে ফিরতে চাইবে না। তাই সবটুকু দিয়ে তারা এই ম্যাচ জিততে চাইবে বলে দলের সবাইকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের কোচ। তবে তার দল প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.