ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে আবারও গোলবন্যা ভাসিয়েছে বাংলাদেশ দল। সুরভী আকন্দ প্রীতির ডাবল হ্যাটট্রিকে ভুটানকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ দল। সেই ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন সুরভী আকন্দ প্রীতি।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ভুটানকে চেপে ধরে স্বাগতিক মেয়েরা। ১৫ মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলে বাংলাদেশ লিড নেয়। এরপর ২২ ও ৩২ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন প্রীতি। প্রথমার্ধের শেষ দিকে আরও এক গোল ভুটানের জালে। এবারও গোলদাতা প্রীতি। বিরতি থেকে ফিরে বাংলাদেশ স্কোর লাইন ৫-০ করে। আর পঞ্চম গোলটিও সুরভী আকন্দ প্রীতির। এরপর বাংলাদেশের হয়ে গোল করেন নুসরাত, আয়েশা ও থুনুই মারমা।
৮৭ মিনিটে প্রীতি তার ষষ্ঠ গোল করে ডাবল হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। আর বাংলাদেশ ৯-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। তিন খেলায় বাংলাদেশের ৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে নেপালের ও ছয় পয়েন্ট। বাংলাদেশীদের শেষ ম্যাচ খেলবে ১১ই নভেম্বর নেপালের বিপক্ষে।