ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ফুটবলের পুনর্জাগরণসহ শক্তিশালী জাতীয় ফুটবল দল গঠনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এ নিয়ে আয়োজিত এক কর্মশালায় বাফুফে ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে ফুটবলের উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনসহ আরও অনেকে।
প্রকল্প চূড়ান্ত করার জন্য আরও দু’টি সভা করা হবে। আর ফুটবলের উন্নয়নে পাঁচ বছরের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের কাছে ৪৫০ কোটি টাকা চেয়েছে বাফুফে। অর্থাৎ প্রতি বছরে ৯০ কোটি টাকা। এই অর্থবছরের যেন টাকা পাওয়া সম্ভব হয় তা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন ফুটবলের উন্নয়ন ও পুনর্জাগরণের জন্য এরকম প্রকল্প বাস্তবায়ন জরুরী। পেশাদারিত্বের মোড়কে এশিয়ার অন্য দেশগুলো অনেক এগিয়ে গেছে বলে জানান কাজী সালাউদ্দিন।