ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজ তারা ৪-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম জেলা ফুটবল দলকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে সেনাবাহিনী। ছয় মিনিটে ইমতিয়াজের গোলে লিড নেয় তারা। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান ইমরান। ৩৭ মিনিটে চট্টগ্রামের হয়ে এক গোল শোধ করেন বোরহান। দুই মিনিট পর সোহাফ গোল করলে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ সেনাবাহিনী।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় চট্টগ্রাম। ৪৮ মিনিটে স্পট কিক থেকে উমর গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দুই মিনিট পর পেনাল্টি পায় সেনাবাহিনীও। আর মামুন গোল করলে ৪-২ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচে আর কোন গোল না হলে শিরোপা জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ সেনাবাহিনী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য হারুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা দু’টিরই পুরস্কার জিতেছেন সেনাবাহিনীল ইমতিয়াজ রায়হান। রানার্স আপ দল দুই লাখ ও চ্যাম্পিয়ন দল তিন লাখ টাকার পুরস্কার পেয়েছে।