বাঁচা-মরার লড়াইয়ে আগামীকাল শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে আরও একটি বাঁচা-মরার লড়াইয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। লাহোরে এশিয়া কাপের সুপার ফোর পর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় টুর্নামেন্টে টিকে থাকতে  বাংলাদেশের সামনে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই। শ্রীলংকার কাছে হেরে গেলে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা একরকম শেষ হয়ে যাবে টাইগারদের।

পাল্লেকেলেতে গ্রুপ পর্বে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করেছিলো বাংলাদেশ। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছিল। আফগানদের ৮৯ রানে হারিয়ে দারুনভাবে ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে  বিদেশের মাটিতে দলীয় সরের্বাচ্চ ৩৩৪ রান করে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, জিততে হবে- এমন সমীকরনে আরও একবার জ্বলে উঠতে পারবে কিনা বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংসে  হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ইনফর্ম  ব্যাটার নাজমুল হোসেন শান্তর  অনুপস্থিতিতে ইতোমধ্যেই দল দুর্বল হয়ে পড়েছে। শান্তর জায়গায় সুযোগ পেলেও নিজের  ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেননি গেল কয়েক বছরে  টাইগার দলের  অন্যতম সেরা ব্যাটার লিটন। সাম্প্রতিক সময়ে লিটনের অধারাবাহিকতায় চিন্তায় ফেলেছে দলকে।

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সহজেই জয় পায় শ্রীলংকা। কিন্তু দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চাপে পড়েছিলো লংকানরা। শেষ পর্যন্ত ২ রানের জয়ে সুপার ফোরে উঠে তারা।  প্রথম ম্যাচে হারলেও ২০১৫ সাল থেকেই ওয়ানডে ফরম্যাটে সেরা দল হিসেবে পরিচিতি পাওয়ার পর সব দিক দিয়েই শ্রীলংকার উপরে আছে  বাংলাদেশ।

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ আবারো  জ্বলে উঠবে বিশ্বাস  অধিনায়ক সাকিব আল হাসানের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সাকিব বলেন, ‘আমাদের বোলিং বিভাগ ভালো করছে। এই মুহূর্তে ব্যাটিং ভালো ও খারাপ মিলিয়ে হচ্ছে। আমাদের ধারাবাহিক হতে হবে এবং আমরা সেটাই করার চেষ্টা করবো। তিনি আরও বলেন, ‘এ ম্যাচকে গুরুত্বসহকারে নিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে, কারন শ্রীলংকার বিপক্ষে আমাদের আরও একটি ম্যাচে আছে। আমি আশা করি, আমরা ঘুড়ে দাঁড়িয়ে জয়ের ধারায় ফিরতে পারবো।’

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মাহেদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারতেœ, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্থা, বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.