ক্রীড়া প্রতিবেদক
ঢাকায় আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ওই দুই ম্যাচের ক্যাম্প শুরু হলেও দল ঘোষণা করেননি বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। এ নিয়ে সমালোচনা হচ্ছিল।
বুধবার সন্ধ্যায় নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্যাম্প শুরুর ছয় দিন পর ঘোষিত স্কোয়াডে কোনো চমক নেই। সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচের দলের ওপরই আস্থা রেখেছেন ক্যাবরেরা। চেনা মুখ নিয়ে এ মাসে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ ফুটবলার
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মধ্যমাঠ: কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম।
আক্রমণভাগ : মোহাম্মদ ইব্রাহীম, আল-আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।

