ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ভলিবলে যুক্ত হলো বিশ্বখ্যাত টার্কিশ এয়ারলাইন্স। স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতায় স্পন্সর করছে এয়ারলাইন্সটি। আগামী ১৯ এপ্রিল শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। জাতীয় ভলিবল স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরা হয়।
এখন থেকে ভলিবল নিয়মিত মাঠে থাকবে বলে জানিয়েছেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি ফারুক হাসান। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে ভলিবল টুর্নামেন্টের উপর জোর দিচ্ছেন তিনি।
নতুন সভাপতি ভলিবলকে ঢাকা কেন্দ্রিক না করে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার কথা বলছেন। বর্তমান যে কমিটি আছে তাদের নিয়ে ভলিবলে ভালো কিছু করার আশা করছেন ফারুক হাসান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টার্কিশ এয়ারলাইন্স এর সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার এজাজ কাদেরী, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা