ক্রীড়া প্রতিবেদক
যে বাংলাদেশ নিয়ে আশাবাদী ছিল না অনেকেই সেই বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে মাত্র একটি জয় দুরে। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ভারতের বেঙ্গালুরুতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ লেবানন।
শুধু অংশগ্রহণের জন্যই নয় সাফ চ্যাম্পিয়নশিপে কিছু করে দেখানোর বার্তা ফুটবলারদের দিয়েছেন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা। সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন সারা দেশের মানুষ তাকিয়ে আছেন তাদের দিকে। দায়িত্ব নিয়ে খেলতে চান। হতাশ করতে চান না দেশবাসীকে। অর্থাৎ কথা পরিষ্কার সাফের ফাইনালে খেলতে চায় বাংলাদেশ।
মানুষের প্রচুর সমর্থন পাচ্ছেন। এটা দলকে আরো বেশি উজ্জীবিত করছে বলে জানিয়েছেন জামাল ভূঁইয়া। আর সাফের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের ফুটবলকে কিভাবে জাগিয়ে তোলা যায় সেদিকেই এখন লক্ষ দলের ফুটবলারদের। পরিসংখ্যান ও র্যাংকিং বিবেচনা করলে সাফের সেমিফাইনালে ফেভারিট কুয়েত। কিন্তু কুয়েতকে আটকে দিয়ে সেমিফাইনাল জয়ের সব পরিকল্পনাই করে ফেলেছে বাংলাদেশ দল।