ক্রীড়া প্রতিবেদক
বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আগামীকাল ৬ জুলাই অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ ও যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়। পল্টনের আউটার স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ফাইনাল ম্যাচ।
বাফুফে ভবনে আজ দু’দলের কোচ ও অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের অধিনায়ক সাইদুর রহমান রাহুল ও নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধিনায়ক নাইম ইসলাম শিরোপা জয়ের ব্যাপারে আশার কথা শুনিয়েছেন।
এদিকে ফুটবলারদের সব তথ্য সংরক্ষণের জন্য ডাটাবেস তৈরীর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।