ক্রীড়া প্রতিবেদক
বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব আজ শুরু হচ্ছে। বিকেল সাড়ে তিনটায় পল্টনের আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। চূড়ান্ত পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হবিগঞ্জের আলী ইদ্রিস হাই স্কুল ও টাঙ্গাইলের সূতি ভি এম পাইটল মডেল সরকারী উচ্চ বিদ্যালয়।
আট জোন থেকে চ্যাম্পিয়ন আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে চূড়ান্ত পর্বে খেলছে। গত ১২ থেকে ২৬ মে ৫১ টি দল নিয়ে হয় প্রাথমিক পর্বের খেলা। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে বাফুফে ভবনে গতকাল এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাফুফে স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া জানিয়েছেন এই চ্যাম্পিয়নশিপ থেকে প্রতিভা বাছাইয়ের কাজ হচ্ছে।
আর বাফুফের এই স্কুল ফুটবল ছাড়াও বয়সভিত্তিক আরও টুর্নামেন্ট নিয়মিত হচ্ছে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ইলিয়াস হোসেন, বাফুফে জাতীয় স্কুল ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান এজাজ মো: জাহাঙ্গীর।