ক্রীড়া প্রতিবেদক
আসন্ন বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ টেবিল টেনিস পুরুষ দল। বাছাই প্রক্রিয়া চালু হওয়ার পর এই প্রথম বাংলাদেশের টেবিল টেনিস দল কমনওয়েলথে খেলার টিকিট পেল। কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করার ফল পেল বাংলাদেশ টেবিল টেনিস পুরুষ দল। আগামী ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে ২০২২ কমনওয়েলথ গেমস।
বাংলাদেশ দলের চারজন খেলোয়াড় হচ্ছেন মুহুতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির, মুফরাদুল খায়ের হামজা ও রামহিম লিয়ান। বাংলাদেশ দলের এই যোগ্যতা অর্জনে শুভাকাঙ্খী, সমর্থক, ক্রীড়া সাবাদিক ও স্পন্সরদের ধন্যবাদ জানিয়েছেন টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর। আর যখন বিদেশী কোচের দরকার ছিল তখন যথেষ্ঠ সাহায্য করায় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন খন্দকার হাসান মুনীর।