ক্রীড়া প্রতিবেদক
আগামী ৫ ই অক্টোবর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসর। ১০ দলের অংশগ্রহণ হচ্ছে এবারের বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল এরই মধ্যে ভারত পৌঁছেছে। টাইগাররা এই মুহূর্তে অবস্থান করছে গুয়াহাটিতে। সেখানে বিশ্বকাপের দুটি ওয়ার্ম আপ ম্যাচ অর্থাৎ প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবের দল।
প্রথম ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। গতকাল ম্যাচ ভেনুতে প্র্যাকটিস করেছে বাংলাদেশ দল। দলের সবাইকে নিয়ে একসাথে মিটিং করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। কাকে কি করতে হবে বুঝিয়ে দিয়েছেন অধিনায়ক।
সাম্প্রতিক পারফরমেন্স ও মাঠের বাইরের কর্মকান্ডের কারণে ভালো অবস্থায় নেই বাংলাদেশ দল। এশিয়া কাপে সময়টা ভালো যায়নি বাংলাদেশের। যদিও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল টাইগাররা। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। মাঠের খারাপ পারফরমেন্সের পর যোগ হয়েছে তামিম ইকবাল ইস্যু। সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। তামিমকে বিশ্বকাপ দলে না নেয়ার ফলে তৈরি হয়েছে নানা বিতর্ক। এখন সব বিতর্ককে পেছনে ফেলে বিশ্বকাপে ভালো করা বাংলাদেশের জন্য বড় এক চ্যালেঞ্জ।