বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের জালে গোল উৎসব অস্ট্রেলিয়ার

মোঃ শফিকুল আলম

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জালে গোল উৎসব করল অস্ট্রেলিয়া। আট বছর আগের চেয়েও এবার বড় ব্যবধানে হারলো বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে ম্যাচ হেরেছে জামাল ভূঁইয়ারা। প্রথমার্ধে চার গোলের পর দ্বিতীয়ার্ধে আরো তিন গোল দিয়েছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালে দু’বারের দেখায় অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ৫-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। এবার বাংলাদেশ দলের আত্মবিশ্বাস দেখে মনে হয়েছিল কম ব্যবধানে হারবে। কিন্তু বড় পরাজয়ই সঙ্গী হল জামালদের।

মেলবোর্নে এমি পার্কে ম্যাচের ৪ মিনিটেই লিড নেয় অস্ট্রেলিয়া। গুড উইনের পারফেক্ট ফ্রি কিকে হেডে গোল করেন সোটার।‌ তার উচ্চতায় পুরোপুরি পরাস্ত হয়েছে বাংলাদেশের ডিফেন্স। ২০ মিনিটের দারুণ পরিকল্পনায় গোল পেয়ে যায় অস্ট্রেলিয়া। ডান দিক থেকে মিলার বল বাড়িয়ে দেন মেটক্যাফের উদ্দ্যেশে। বক্সের ভেতর বাংলাদেশের ডিফেন্ডারকে কাটিয়ে একদম গোলমুখে বল ঠেলে দেন বরেল্লোর কাছে। বরেল্লো শুধু পা ছুঁয়েছেন।

তৃতীয় গোলটিও খুব সহজেই পেয়েছে অস্ট্রেলিয়া। এখানেও প্রতিপক্ষের ফুটবলারের হাইটে পরাস্ত বাংলাদেশ। মেটক্যাফের ক্রস থেকে হেডে গোল করেন ডিউক। ৩৭ মিনিটে স্কোর লাইন দাড়ায় ৩-০। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন ডিউক। বরেল্লোর ভোলি পোস্টে লেগে ফিরে আসলে রিবাউন্ডে গোল করেন ডিউক। ৪-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে অস্ট্রেলিয়া।

দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেন ম্যাকলারেন। ৪৮, ৭০ ও ৮৪ মিনিটে গোল করেন তিনি। তবে ৪৮ মিনিটে গোল করার সময় অফ সাইড পজিশনে ছিলেন তিনি। যা রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে। ৭০ মিনিটে রিবাউন্ডে গোল করেন ম্যাকলারেন। প্রথম দফায় মিতুল মারমা বাঁদিকে ঝাঁপিয়ে বল ঠেকালেও শেষ রক্ষা হয়নি।

৮৪ মিনিটে ডান দিক থেকে মিলারের বাড়িয়ে দেওয়া বলে খুব সহজেই বল জালে জড়ান ম্যাকলারেন। আর হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচে ৭-০ গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচটা অস্ট্রেলিয়া ৮ গোলের ব্যবধানে জিততে পারতো। ৮৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু স্পট কিক থেকে মেসিমোর শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মিতুল মারমা। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে বড় পরাজয় দেখতে হল বাংলাদেশকে। আগামী ২১ নভেম্বর বসুন্ধরা কিংস এরেনায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

 

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.