বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামছে আগামীকাল

ক্রীড়া প্রতিবেদক

আগামীকাল ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চীনের বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। আর্জেন্টিনা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে। ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না লিওনেল মেসি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ। কারা কারা থাকবেন ম্যাচের শুরু থেকে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াই সি স্পোর্টস অনুযায়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ হবে এরকম এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ড, মার্কোন একিউনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ অথবা লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, ডি মারিয়া এবং জিওভান্নি সিমিওনি অথবা নিকোলাস গঞ্জালেস।

বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা আছে ফুরফুরে মেজাজে। কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনার হবে এটি তৃতীয় ম্যাচ। বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলে গত ২৪ মার্চ পানামার বিপক্ষে। ঐ ম্যাচ ২-০ গোলে জিতে আর্জেন্টিনা। গোল করেছিলেন থিয়াগো আলমাদা ও লিওনেল মেসি। এরপর ২৯ মার্চ কুরাসাও এর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিকে ৭-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।

অল্প সময়ের ব্যবধানে আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গত বছরের ৩ ডিসেম্বর অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচেও পরিস্কার ফেভারিট হিসেব মাঠে নামছে আর্জেন্টিনা। ফিফা র‍্যাংকিং এবং ইতিহাস ও পরিসংখ্যান সব দিক দিয়েই অস্ট্রেলিয়ার চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টিনা।

ফিফা র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা এক নাম্বারে। আর অস্ট্রেলিয়ার অবস্থান ২৯তম। অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা এ পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে। ছয়বার জিতেছে আর্জেন্টিনা। হেরেছে একবার। একটি ম্যাচ হয়েছে ড্র। অবশ্য দু’দলের প্রথম দেখায় জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। ঐ একবারই আর্জেন্টিনাকে হারাতে পেরেছে তারা। ১৯৮৮ সালে সিডনি ফুটবল স্টেডিয়ামে বাইসেনটেনিয়াল গোল্ড কাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রলিয়া। ৪-১ গোলে সেই ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া।

এরপর ১৯৯২ সালে ফিফা প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জয় পায়। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে সেই ম্যাচে দুটি গোলই করেছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১৯৯৩ সালে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের প্লে অফে দু’বার মুখোমুখি হয় আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। ৩১ অক্টোবর সিডনিতে অনুষ্ঠিত সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ১৭ ডিসেম্বর বুয়েন্স আইরেসে আর্জেন্টিনা ১-০ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

এরপর ১৯৯৫ সালে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। ২০০৫ সালে ফিফা কনফেডারেশন্স কাপে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। ছয় গোলের ম্যাচে ৪-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। এরপর ২০০৭ সালে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আর গত বছর কাতার বিশ্বকাপে ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.