ক্রীড়া প্রতিবেদক
সফরকারী বাংলাদেশ ‘এ’ এবং পাকিস্তান শাহিনস (পাকিস্তান ‘এ’) দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচের তৃতীয় দিন খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। গতকাল, দ্বিতীয় দিন শেষে সফরকারী বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৬ উইকেট হাতে নিয়ে ২৪৫ রানে এগিয়ে ছিলো পাকিস্তান শাহিনস।
প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ১২২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেটে ৩৬৭ রান করেছিলো পাকিস্তান শাহিনস। দলের পক্ষে উমর আমিন ১৭৭, সৌউদ শাকিল ৭৬, মোহাম্মদ হুরাইরা ৩৯ রান করেন। সাদ খান ৩১ ও কামরান গুলাম ২০ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ ‘এ’ দলের হাসান মুরাদ ৪৯ রানে ২টি এবং তানজিম হাসান ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।এর আগে, প্রথম দিনই ১২২ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’। দলের পক্ষে ওপেনার মাহমুদুল হাসান জয় ১১৬ বল খেলে ৯টি চারে সর্বোচ্চ ৬৫ রান করেন।