ক্রীড়া প্রতিবেদক
ঢাকা টেস্টের তৃতীয় দিনের পুরোটাই কেড়ে নিয়েছে বৃষ্টি। একটি বলও মাঠে গড়াতে পারেনি টেস্টের তৃতীয় দিনে। সারারাত বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি সকাল গড়িয়ে সারাদিনই হয়েছে। থামার কোন লক্ষণই ছিল না। উপায় না দেখে দুপুর দুইটায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বাতিল ঘোষণা করেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।
আলোর স্বল্পতার কারণে টেস্টের প্রথম দিন খেলা হয়েছিল ৫৭ ওভার। টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ২ উইকেটে ১৬১ রান করে প্রথম দিন শেষ করেছিল। এরপর বৃষ্টির কারণে দ্বিতীয় দিন খেলা হয় মাত্র ৬.২ ওভার অর্থাৎ ৩৮ বল। তখন পাকিস্তানের দলীয় সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮৮ রান। আর তৃতীয় দিনে কোন খেলাই হয়নি। আবহাওয়া ভালো থাকলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৭১ রান ও আজহার আলী ৫২ রান নিয়ে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
আবহাওয়ার পূর্বাভাস বলছে টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। দুই ম্যাচের সিরিজে পাকিস্তান এগিয়ে আছে ১-০ ব্যবধানে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।