ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে কঠিন বাঁধা টপকে গেল বাংলাদেশ দল। ভারতকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের ফলে ফাইনালের পথ আরও মসৃণ হলো বাংলাদেশের। প্রথমার্ধে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোল করেন শামসুন্নাহার সিনিয়র। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের কাছে বাংলাদেশ ৯-০ গোলে হারলেও নারী ফুটবলে বাংলাদেশের মেয়েরা জয় নিয়েই মাঠ ছেড়েছে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় বাংলাদেশ। ছয় মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। তহুরা খাতুনকে ডি বক্সের ভেতর ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সাত মিনিটে স্পট কিক থেকে গোল করেন সামসুন্নাহার সিনিয়র। আর এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
৩৭ মিনিটে দারুন এক ফ্রি কিক নিয়েছিলেন আখি খাতুন। ভারতের গোলকিপার কোন মতে কর্নারে রক্ষা করেছেন।
৫৭ মিনিটে দারুন সুযোগ এসেছিল বাংলাদেশের। কর্ণার থেকে নিলুফার দুর্দান্ত হেড নিয়েছিলেন। সেটা কর্ণারে রক্ষা করেন ভারতের গোলকিপার। ৬৩ মিনিটে বেশ ভালো একটা সুযোগ নষ্ট করে ভারত। বাংলাদেশের গোলকিপার রুপনা চাকমা এগিয়ে এসেছিলেন। সুমাতি তার মাথার উপর দিয়ে শট নিলেও লক্ষ্য ঠিক রাখতে পারেনি। ৭৩ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন ভারতের সুমাতি কুমারী। কিন্তু কাজে লাগাতে পারেন নি।
শেষ পর্যন্ত আর কেউ জালের ঠিকানা খুঁজে না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মারিয়া মান্ডারা তাদের পরের ম্যাচ খেলবে আগামী রোববার শ্রীলংকার বিপক্ষে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল ২২ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে।